কুমিল্লা ব্যুরো:
কুমিল্লা নগরের বজ্রপুর থেকে ফেন্সিডিল জাতীয় মাদক ৫০ বোতল স্কাফ সিরাপসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরের বজ্রপুর এলাকা থেকে ৫০ বোতল স্কাফ সিরাপসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রিয়াদ হোসেন (২৫) বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের বাসিন্দা।
র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে নগরের বজ্রপুর এলাকা থেকে ৫০ বোতল স্কাফ সিরাপসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ রিয়াদ হোসেন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহের সাথে জড়িত। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।