মুতাছিন বিল্লাহ,জীবননগর অফিসঃ
চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশন, দেশ রুপান্তর ও দৈনিক আকাশ খবর পত্রিকার নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম ডালিমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬আগষ্ট)বিকাল সাড়ে পাঁচটা সময় জীবননগর সাংবাদিক সমিতির আয়োজনে সাংবাদিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা শামসুল আলম, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সহ-সম্পাদক চাষী রমজান,সাবেক সহ -সম্পাদক মিথুন মাহমুদ, প্রচার সম্পাদক রমজান হোসেন,কার্যনির্বাহী সদস্য আঃ হাকিম, মুতাছিন বিল্লাহ, জহিরুল ইসলাম, তারিকুল ইসলাম, বশির উদ্দীন,মাজেদুল মিল্টন, মাসুম,আবু সাঈদ প্রমূখ।
দোয়া পরিচালনা করেন জীবননগর বাসষ্ট্রান্ড জামে মসজিদের ইমাম মাওলানা ওলিয়ার রহমান ।
উল্লেখ, গত ১২ আগষ্ট করোনা আক্রান্ত হয়ে ঢাকা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আরিফল ইসলাম ডালিম ইন্তেকাল করেন। তিনি চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।মৃত্যুকালে তিনি পিতা,মাতা, স্ত্রী, দু ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।