আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের ভাঙ্গা জাঙ্গালগ্রাম হতে নাটোর যাওয়ার রাস্তার কিছু অংশ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল নামক স্থানে এই কাজের উদ্বোধন করা হয়।
উপজেলা বিশা ইউনিয়নের কৃতি সন্তান তোফাজ্জল হোসেন খান তোফা এর সংগঠনের ১৭৭৭ জনের ব্যক্তি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রায় ১কিলো মিটার রাস্তা ৫ থেকে ৬ লক্ষ টাকা ব্যয় এর মাধ্যমে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন নওগাঁর-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান, আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম,উপজেলা আওয়ামীগ যুবলীগের সহ-সম্পাদক শেখ রবিউল ইসলাম রুবেল সহ ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।