কুমিল্লা ব্যুরো:
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের উদ্যোগে ফ্রি করোনা রোগিদের জন্য অক্সিজেন সেবা চালু করা হয়েছে।
রোববার নগরের নিউমার্কেট সংগঠনের কার্যালয়ে এ কার্যক্রম উদ্ধাধন করা হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার।
বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরামের কেন্দ্রিয় সভাপতি শাহ মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ডাঃ মাছুম, অর্থ সম্পাদক মন্জুরুল ইসলাম ভূইয়া, কেন্দ্রিয় সদস্য মাসুক মেহেদী, জাহিদুল ইসলাম, এক্স ক্যাডেট সার্জন নাসির উদ্দিনসহ অন্যান্যরা।
এক্স ক্যাডেটদের সংগঠন বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম জাতীয় শোক দিবস উপলক্ষে নগরীতে ২০টি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্ত্তীতে সারা দেশে এর কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।