আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
আজ ১৫ আগস্ট ২০২১ তারিখ জাতীয় শোক দিবস পালন কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতেই সার্কিট হাউজ,ময়মনসিংহস্থ স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মনিরা সুলতানা মনি এমপি (সংরক্ষিত আসন), মোঃ ইকরামুল হক টিটু,মেয়র,সিটি কর্পোরেশন,ময়মনসিংহ,মোঃ শফিকুর রেজা বিশ্বাস,বিভাগীয় কমিশনার,ময়মনসিংহ বিভাগ,ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম,ডিআইজি,ময়মমনসিংহ রেঞ্জ,ময়মনসিংহ।পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন,ময়মনসিংহ,পুলিশ বিভাগ,ময়মনসিংহ; বীর মুক্তিযোদ্ধাগণ,স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ,বিভাগীয় ও জেলা পর্যায়ের সকল দপ্তর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণসহ সর্বস্তরের মানুষ। দিনব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য সার্বিক উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন,ময়মনসিংহ।