এম শাহীন আল আমীন, জামালপুর
জামালপুরেরববকশীগঞ্জে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ও মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতীয শোক দিবসের কর্মসূচি শুরূ হয় । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা,সহকারী কমিশনার(ভূমি) স্নিগ্ধা দাস, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,থানার অফিসার ইনচার্জ(ওসি ) শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী, হাইওয়ে থানার ওসি নয়ন দাস,পল্লী বিদুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।