মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধানঃ
কুমিল্লার দেবীদ্বারে জেলা প্রশাসনের অর্থায়নে দরিদ্র এক পরিবারকে ২ বান টিন ও আর্থিক সহযোগীতা প্রদান করেন উপজেলা প্রশাসন। ।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিস প্রাঙ্গনে দেবীদ্বার উপজেলার বুড়িরপাড় গ্রামের দরিদ্র আবুল হোসেন (হাবুল মিয়া)’র স্ত্রীর হাতে নির্বাহী অফিসার রাকিব হাসান টিন ও ১৬ হাজার টাকার চেক তুলে দেন।
স্থানীয়রা জানায়, দেবীদ্বার উপজেলার বুড়িরপাড় গ্রামের দরিদ্র আবুল হোসেন (হাবুল মিয়া) পরিবারবর্গ নিয়ে জড়াজীর্ণ ঘরে বসবাস করে আসছিলেন। সে একজন সহজ সরল দিনমজুর। তার স্ত্রী একজন বুদ্ধি প্রতিবন্ধী। এই পরিবারের সদস্য দুই ছেলে ও তিন মেয়ে সহ সাত জন। একটু বৃষ্টি হলেই ঘড়ের ভাঙ্গা চালা দিয়ে ঘরের ভিতরে পানি পড়তো। ঘড়ের ভাঙ্গা বেড়ার এপাশ থেকে ওপাশে দেখা যায়। ইতিমধ্যে তার এক মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। ভালো পরিবেশের অভাবে কোন সমন্ধ আসছে না। এমনই দুর অবস্থা থেকে তাকে সহযোগীতা করতে সাম্প্রতিক সমাজসেবী সংগঠন দারিদ্র বিমোচন ও জন কল্যান পরিষদের পক্ষ থেকে তাকে তার পরিবারের জন্য টয়লেট, টিউবয়েল ও নতুন ঘর করে দেওয়ার জন্য ফেসবুকে সহযোগীতা চেয়েছিলেন, পরে বিষয়টি প্রশাসনের নজরে এলে দেবীদ্বার উপজেলার নিবার্হী কর্মকর্তা রাকিব হাসান ওই দরিদ্র পরিবারের খোঁজ খবর নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ২ বান টিন ও ১৬ হাজার টাকার চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা সিনিয়র মৎস কমকর্তা নাসির আহাম্মেদ ভুইয়া, যুব উন্নয়ন কর্মককর্তা মোঃ নজরুল ইসলাম, আনসার বিডিপি কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, দেবীদ্বার প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ফখরুল ইসলাম সাগরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ ব্যাপরে দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান জানান, উপজেলার সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকার ওই হত দরিদ্র পরিবারটি জড়াজীর্ণ ঘরে বসবাস করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় প্রচার হলে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্যারের নজরে এলে স্যারের নির্দেশনা অনুযায়ী তার খোঁজ খবর নিয়ে মানবিক বিবেচনায় দরিদ্র আবুল হোসেন (হাবুল মিয়ার) স্ত্রীর নিকট ২বান টিন ও ১৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।