গাজীপুর মহানগরের ৫৭টি ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে চলতি বর্ষায় ৫০ হাজার গাছের চারা রোপনের টার্গেট নিয়ে কর্মসুচী শুরু করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক মো. কামরুল আহসান রাসেল সরকার।
মঙ্গলবার দুপুরে তিনি গাজীপুর মহানগরের ১৫নং ওয়ার্ডের ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে দলীয় কর্মীদের নিয়ে অর্ধশত ফলদ ও বনজ নানা প্রজাতির গাছের চারা রোপন করেন। এ সময় ১৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহায়ক মো. মনিরুজ্জামান ও সোহরাব হোসেনসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপনে মাননীয় প্রধানমন্ত্রী এবং যুবলীগের চেয়ারম্যানের আহŸানে সাড়া দিতেই মুজিবর্ষ উপলক্ষে মাসব্যাপী গাজীপুরের যুবলীগ এ কর্মসূচী হাতে নিয়েছেন বলেন রাসেল। ইতো পূর্বে তিনি ১০টি ওয়ার্ডে এ কর্মসূচীর বাস্তবায়ন করেছেন।
যুবলীগের নেতা-কর্মীদের অর্থায়নে গত ১৭ জুন থেকে এ কর্মসূচী শুরু হয়। মহানগরের ৫৭টি ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে এ মৌসুমে ৫০ হাজার গাছের চারা রোপন করা হবে।