কিশোরগঞ্জ ( নীলফামারী) প্রতিনিধিঃ
গরিবের উপর বড়লোকদের অন্যায়, অত্যাচার পূর্ব শত্রুতার জেরে গাছের ডাল কেটে নিলো প্রতিবেশি। ঘটনাটি ঘটেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপির কেশবা মাছুয়া পাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ ডাক বাংলো সামনে মাছুয়াপাড়া গ্রমের মৃত বয়েজ উদ্দিনের ছেলে আবু বক্কর তার শ্বশুর বাড়ীতে বেড়াতে গেলে। পার্শ্ববর্তী বাড়ীর বিবাদী মৃত ইউসুফ আলীর ছেলে খাজা মিয়া(৩৫) ও আলম হোসেন(৪২) এবং বকুল মিয়ার ছেলে রাজু মিয়া(২০) ও বকুল মিয়া অনাধিকার ভাবে বক্কর আলীর বাড়ীতে প্রবেশ করে ৭ আগষ্ট বিকাল ৩ টা ৩০ মিনিটে তাদের ইচ্ছে মত গাছের ডাল কেটে নিয়ে যায়।
সে সময় বক্কর আলী ও তার স্ত্রী শ্বশুর বাড়ীতে অবস্থান করছিলো। সেই সুযোগে কাজে লাগিয়ে বক্করের রোপন কৃত নিমগাছ যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা তা কেটে নিয়ে যায়। গাছের ডাল কাটার সংবাদ পেয়ে বক্কর আলী বাসায় এসে দেখে বিবাদীদের কাছে গাছের ডাল কাটার বিষয়টি যানতে চাইলে। তারা বলে সেখানে পাকাঘর নির্মাণ করবে তাই তারা গাছের ডাট কেটে নিয়েছে। বক্কর আলী তাদের বলে জমির সীমানাতো আর দূরে আছে। আমাকে না জানিয়ে কেন আমার গাছের ডাল কেটে ক্ষতি করলেন। আমি গরিব মানুষ বলে আপনাদের ইচ্ছে মত জমির সীমানা নির্ধারন না করে আমার গাছের ডাল কেটে নিলেন। সে বিবাদীদের বলে আমিন নিয়ে এসে মাফ দিয়ে তার পর ঘর নির্মাণ করেন। বিবাদীরা বলে বেশি কথা না বলে এখান থেকে সরে যা। না হলে বেশি বাড়াবাড়ি করলে বক্কর সহ তার পরিবারের লোকজনদের জানে মারিয়া ফেলবে, অন্যথায় বিবাদীগন যে কোন ধরনের ঘটনার সৃষ্ঠিকরে মিথ্যা মামলা দিয়ে জেলহাজত খাটাইবে বলে ঘটনার স্থান ত্যাগ করে চলে যায়। তখন উপায় অন্তর না পেয়ে বক্কর আলী কিশোরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।