ডেস্ক নিউজ:
জুলাই মাস শেষ। ইউরোপের ক্লাবগুলোতে চলছে নানামুখী আলোচনা। দলবদল নিয়ে গুঞ্জনের শেষ নেই সংবাদমাধ্যমে। কাড়ি কাড়ি টাকা নিয়ে আলোচনা চলছে ফুটবলারদের এজেন্টদের সঙ্গে। কখনো হিসেব মিলছে, তো কখনো আলোচনা শেষ এক বাক্যেই। নতুন মৌসুম শুরুর আগে যে কোনো অবস্থাতেই দল শক্তিশালী করতে হবে এটাই এখন একমাত্র ব্রত ক্লাব মালিকদের।
পিএসজি-ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে চলছে পল পগবাকে নিয়ে টানাটানি। ক’দিন আগেও যে পগবাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছিল ইংলিশ মিডিয়া, তারাই এখন শোনাচ্ছে পগবার ইউনাইটেডের প্রেম কাহিনী। মূলত সাঞ্চো এবং ভারানেকে দলে ভেড়ানোর পর থেকেই নাকি মন বদলাতে শুরু করেছে পল পগবার। তবে পত্রিকার পাতায় যতই রিপোর্ট হোক না কেন, নতুন চুক্তিতে এখনো সম্মত হননি পগবা। আসছে মৌসুমটা রেড ডেভিলদের হয়ে কাগজে-কলমে তার শেষ হওয়ার সম্ভাবনা তাই উড়িয়েও দেওয়া যাচ্ছে না একেবারে।
এদিকে নিজেদের ঘরটা বেশ ভালোভাবেই গুছিয়ে নিয়েছে লিভারপুল। আলেকজান্ডার আরনল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে অল রেডরা। ২০২৫ সাল পর্যন্ত অ্যানফিল্ডেই থাকছেন তিনি।
আর্সেনাল অবশ্য আছে নানামুখী আলোচনায়। বেন হোয়াইটকে তারা দলে নিয়েছে ৫০ মিলিয়ন পাউন্ডে। ব্রাইটন অ্যালবিওন থেকে বেশ সস্তাতেই তাকে পেয়ে গেছে গানাররা। এর আগে নুনো তাভারেজ এবং সাম্বি লকোঙ্গোকে বেনফিকা এবং আন্ডারলেখট থেকে নিজেদের শিবিরে এনেছেন মিকেল আর্টেটা। তবে আর্সেনালের চিন্তা এখন লাকাজেতেকে নিয়ে। বিকল্প না পেলে তাকে ছাড়তে চাচ্ছে না লন্ডনের ক্লাবটি।
বিকল্প যে তাদের হাতে নেই তাও কিন্তু নয়। গানারদের চোখ আছে ট্যামি আব্রাহামের ওপর। চেলসি থেকে যে কোনো মূল্যে এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে কাজ করছে আর্সেনাল। লাউতারো মার্টিনেজকেও দলে চায় আর্সেনাল। তবে এই আর্জেন্টাইনের পছন্দের তালিকায় নেই ইংলিশ ক্লাবটি। ইতালিতেই থাকতে চান কোপা জয়ী ফরোয়ার্ড।
উইলিয়ানকে ছেড়ে দিতে আনুষ্ঠানিকতা শেষ করেছেন মিকেল আর্টেটা। কিন্তু এখনো ভালো কোনো প্রস্তাব আসেনি তাদের কাছ থেকে। সৌদি আরবের ক্লাব আল আহলিকে নিয়ে একটা গুঞ্জন শোনা গেলেও তা নিয়ে রাজি নন উইলিয়ান নিজে।
ভারানে এবং রামোসকে ছেড়ে দেওয়ার পর এখন ফ্রি এজেন্টে একজন ডিফেন্ডারের দিকে নজর পড়েছে রিয়াল মাদ্রিদের। নাপোলির নিকোলা মাক্সিমোভিচ। সার্বিয়ান এই ডিফেন্ডার এই মুহূর্তে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিভুক্ত না থাকায় সহজেই তাকে পেয়ে যাবে লস ব্লাঙ্কোরা। মূলত আনচেলোত্তির পছন্দেই তাকে দলে নিচ্ছেন ফ্লোরেন্তিনো পেরেজ।
চুক্তি বাড়তে যাচ্ছে করিম বেনজামার। একে একে সিনিয়র ফুটবলারদের ছেড়ে দিলেও, ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে ভিন্নভাবে ভাবছে রিয়াল। অন্যদিকে ইউরোজয়ী ম্যানুয়েল লোকাতেল্লিকে চাইছে রোনালদোর য়্যুভেন্তাস।