1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

টোকিও অলিম্পিকে দক্ষিণ আফ্রিকা প্রথম স্বর্ণপদকের দেখা পেয়েছে সাঁতারে।

  • সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ২৬৪

ডেস্ক নিউজ:

তাতজানা শোয়েনমেকারের হাত ধরে এসেছে এই পদক। বিশ্বরেকর্ড গড়ে দেশকে ভাসিয়েছেন উৎসবে তিনি।

টোকিও অ্যাকুয়াটিকস সেন্টারে আগের দিনও বিশ্বরেকর্ড হয়েছে। গতকাল ৪ গুণিতক ২০০ মিটার রিলেতে রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতেছিল চীন। তবে শুক্রবার (৩০ জুলাই) তাতানাকে তেমন কঠিন পরীক্ষা দিতে হয়নি। তাতানার ঠিক পরেই দ্বিতীয় স্থানে থেকে সাঁতার শেষ করেছেন মার্কিন সাঁতারু কিং লিলি আর ল্যাজর অ্যানি সাঁতার শেষ করেছেন তৃতীয় অবস্থানে থেকে।
মেয়েদের ২০০ মিটার তিনি শেষ করেছেন ২ মিনিট ১৮.৯৫ সেকেন্ডে।

আর এতেই বিশ্বরেকর্ডের খাতায় নাম লেখান তিনি। এর আগে বিশ্বরেকর্ডটি ছিল ডেনমার্কের রিকে মোলের পেদেরসেনের। ৭ বছর আগে ২০১৩ সালে বার্সেলোনায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকে মোলের পেদেরসেন ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে শেষ করেছিলেন ২ মিনিট ১৯.১১ সেকেন্ডে। সেই রেকর্ডকে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠে আসেন তাতানা।
২ মিনিট ১৯.৯২ সেকেন্ডে সাঁতার শেষ করে রুপা জিতেছেন লিলি। এ ছাড়া অ্যানি ল্যাজর ২ মিনিট ২০.৮৪ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।


চলতি অলিম্পিকে সাঁতার ডিসিপ্লিন ব্যক্তিগত ইভেন্টে প্রথম রেকর্ড দেখল শোয়েনমেকারের হাত ধরে। এর আগে দলগত ইভেন্টে রেকর্ড ভেঙেছে দুটো। ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে অস্ট্রেলিয়ার মেয়েরা আর ৪ গুণিতক ২০০ মিটার রিলেতে রেকর্ড গড়েন চীনা মেয়েরা।


এর আগে টোকিও অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন কেলেব ড্রেসেল। অলিম্পিকের মতো বড় আসরে যুক্তরাষ্ট্রের এই সুইমারের এটি প্রথম সাফল্য। পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অলিম্পিকে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন অস্ট্রেলিয়ার স্ট্যাবলেটি।এদিকে টোকিও অলিম্পিকের লড়াইয়ে নামতে যাচ্ছেন দুই বাংলাদেশি সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ।

৫০ মিটার ফ্রিস্টাইলে চার নম্বর হিটে পুলে নামবেন সাঁতারু আরিফুল ইসলাম। শুক্রবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৮ মিনিটে শুরু হবে আরিফের অলিম্পিক মিশন। একই ইভেন্টে এদিন তিন নম্বর হিটে পুলে নামবেন লন্ডন প্রবাসী নারী সাঁতারু জুনাইনা আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪