1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পূর্বাহ্ন

ইউরোর সেমিতে ইতালি

  • সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৫৯

ডেস্ক নিউজ:

ইউরোর শেষ আটে টপ ফেভারিট দুই দলের খেলা। বলা চলে, ফাইনালের আগে আরেক ফাইনাল। গেল আসরের গ্রুব পর্বে ইতালির কাছে হার, এবার তাই প্রতিশোধ নেয়ার সুযোগ বেলজিয়ামের সামনে।মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বেলজিয়াম। তবে চোট শঙ্কা দূর করে মাঠে নামা ডি ব্রুইনের বাড়িয়ে দেয়া বল রাখতে পারেন নি রোমেলু লুকাকু।একটু পরেই বেলজিয়ামের ডি-বক্সে ইতালি, বল জালেও পাঠিয়েছেন লিওনার্দো বোনুচ্চি। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাশি বাজান রেফারি। পরের পাওয়ার শটটা ডি ব্রুইনের, তবে গোলরক্ষকের দৃঢ়তায় দূর্গ অক্ষত ইতালির।ম্যাচের বয়স যখন ৩১ মিনিট, ইতালিকে এগিয়ে দেন নিকোলো বারেল্লা। ডি-বক্সের ভেতর দুই বেলজিয়ান ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ইন্টার মিলান মিডফিল্ডার।হাফটাইমের ঠিক আগে লিড ডাবল করেন লরেন্সো ইনসিনিয়ে। ২২ গজ দূর থেকে জোরালো শটে বল জালে পাঠান নাপিলো ফরোয়ার্ড। ফাস্ট হাফের যোগ করা সময়ে জিওভানি দি লরেন্সোর ফাউলে পেনাল্টির বাশি বাজান রেফারি। স্পট কিকে স্কোরলাইন ২-১ করেন লুকাকু।ম্যাচের বাকি সময়ে একের পর এক আক্রমণে উঠেও গোলের দেখা পায় নি বেলজিয়াম। তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে জয়ের হাসি হাসে ইতালি।টানা দ্বিতীয়বারের মতো ইউরোর কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিল বেলজিয়াম। ম্যাচ জিতে টানা ৩২ ম্যাচ অপরাজিত রইল ইতালি। রবার্তো মানচিনির ছোয়ায় হারের স্বাদ ভুলতে বসা দলটির পরবর্তী মিশন ওয়েম্বলির সেমি-ফাইনাল। সেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪