1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে রয়েছে- আইজিপি রাজধানীর কারওয়ান বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানালো বাপাকা কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম- আইজিপি শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা! ক্রেতা সেজে বসুন্ধরা শপিং মল থেকে আইফোন চুরি করতে গিয়ে আটক ১ কাল থেকে বৃষ্টি হতে পারে ডিমের হাফ সেঞ্চুরি, সবজির দাম আকাশ ছোঁয়া ছিনতাই হওয়া স্বদেশ আবার ফিরিয়ে আনেন শেখ হাসিনা- ড.সৈয়দ আনোয়ার হোসেন

বরিশালে করোনা জয় করে কাজে যোগ দিলেন ৩ পুলিশ সদস্য

  • সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২২৪

করোনার হটস্পট হিসেবে পরিচিত বরিশাল নগরীর মানুষের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে এখন পর্যন্ত মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ও ফাঁড়ির ১৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে আক্রান্ত ৩ পুলিশ সদস্য সুস্থ হয়ে আজ বৃহস্পতিবার (১৮ জুন) আবারও কাজে যোগ দিয়েছেন।

তাদের এই ফেরা অন্যান্য সদস্যের মনোবল বাড়াতে ভিন্নধর্মী এক অভ্যর্থনার আয়োজন করেছেন ওসি নুরুল ইসলাম। নিদের্শনা দিয়েছেন করোনায় আতঙ্কিত না হয়ে বাড়তি সতর্কতা মেনে মাঠে কাজ করার। এ সময় সহকর্মী অন্যান্য পুলিশ সদস্যরা হাততালি দিয়ে কাজে ফিরে আসা ওই পুলিশ সদস্যদের অভিবাদন জানান। থানা সূত্রে জানা যায়, কোতয়ালী মডেল থানার ১ জন সহকারী পুলিশ কমিশনার, ২ জন ওসি, ৪ জন এসআই, ৫ জন এএসআই ও ৫ জন কনস্টেবলসহ মোট ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় তিন সপ্তাহ হোম আইসোলেশনে আছেন।

এরমধ্যে ৩ জন পুলিশ সদস্য কনস্টেবল রন্টু চাকমা, কনস্টেবল মো: জাকির হোসেন ও কনস্টেবল নুরুজ্জামান পুরোপুরি সুস্থ হয়ে আজ কাজে ফিরেছেন। কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই বেশ সতর্ক অবস্থানে থেকে তৎপর ছিলো কোতয়ালী মডেল থানার পুলিশ সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে ১৭ জন পুলিশ সদস্য ও ৪ জন পুলিশ সদস্য’র পরিবার পর্যায়ক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হন। ১ মে থেকে ১৩ জুনের মধ্যে নমুনা পরীক্ষায় ওই ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

আক্রান্তদের সকলেই আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন। এদের মধ্যে ৩ জন পুলিশ সদস্য বরিশাল সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে করোনা মুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেন এবং আজ কাজে ফিরে আসেন। তিনি বলেন, মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলেও এতটুকু মনোবল হারাননি করোনাজয়ী এই তিন যোদ্ধা।

এদিকে কাজে যোগদান উপলক্ষে উৎসাহ দিতে ভিন্নধর্মী এ অনুষ্ঠানে করোনা জয় করে ফিরে আসার অভিজ্ঞতা শেয়ার করেন ওই ৩ জন পুলিশ সদস্য। তারা বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের প্রথম থেকেই বেশ সতর্ক অবস্থানে থেকে তৎপর ছিলাম কোতয়ালীসহ ৪ ফাঁড়ির পুলিশ সদস্যরা। মৃত্যু ভয়কে উপেক্ষা করে দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ১৭ জন পুলিশ সদস্য পর্যায়ক্রমে করোনাভাইরাসে আক্রান্ত হন।

তবু পিছু হটেননি কেউ। সহকর্মীদের প্রতি কৃতজ্ঞার পাশাপাশি করোনায় ভয় না পেয়ে, সতর্ক হওয়ার পরামর্শ তাদের। উল্লেখ্য, সারাদেশে এ পর্যন্ত চার সহস্রাাধিকের বেশি করোনায় আক্রান্ত পুলিশ সদস্য করোনা মুক্ত হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পুনরায় পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪