এম বশির, ব্যুরো প্রধান, বরিশালঃ
প্রতিদিন ১ গ্লাস দুধ পান করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন এই স্লোগান নিয়ে আজ ১ জুন মঙ্গলবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় বরিশাল আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালের সম্মেলন কক্ষে বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে দুধ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলােচনা সভায় জুম ভিডিও কনফারেন্স সংযুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় বরিশাল বিভাগ দীপক রঞ্জন রায়, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ বরিশাল জেলা শাখা তালুকদার মোঃ ইউনুস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ নুরুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আব্দুল লতিফ মজুমদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সাধারণ মানুষের মাঝে প্যাকেট খাবার দুধ ও দিবসের টিশার্ট বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পরে অনুষ্ঠানে অতিথিরা দুদ্ধ দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।