1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

যবিপ্রবির সদ্য বিদায়ী ভিসিকে নিয়ে স্বার্থনেষীদের যড়যন্ত্র

  • সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৫৭

বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধেবিশ্ববিদ্যালযের একটি স্বার্থন্বেষী মহল যে ৫৫টিঅভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা; অনেকগুলো তুচ্ছ ও হাস্যকর। তিনি দ্বিতীয়মেয়াদে যবিপ্রবির উপাচার্য হলে নৈরাজ্যকরপরিস্থিতি সৃষ্টির মাধ্যমে অনৈতিক-অন্যায্যসুবিধা হাসিল করতে পারবে না বিধায়, তাঁরবিরুদ্ধে এ মহলটি লাগাতার মিথ্যাচার, অপপ্রচার ও কদর্য ভাষায় আক্রমণ করছে।সরকারকে প্রভাবিত করার অপচেষ্টা করছে।  

আজ বুধবার যবিপ্রবি ও যশোর প্রেসক্লাবেরসামনে আয়োজিত মানববন্ধন ও সংবাদসম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘ঐক্যবদ্ধহোন, যবিপ্রবিকে বাঁচান’ শীর্ষক স্লোগানেবিশ্ববিদ্যালয়কে নিয়ে লাগাতার মিথ্যাচার, অপবাদ ও কুৎসা রটনার বিরুদ্ধে মানববন্ধনেযবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ওকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। একইসঙ্গেযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরছাত্রলীগের শীর্ষ নেতা-কর্মী ও সাধারণশিক্ষার্থীরা যবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা ওকর্মচারীদের আহূত এ মানববন্ধনে সংহতিজানান। বিশ্ববিদ্যালয়ের অনেকশুভানুধ্যায়ীরাও এ মানববন্ধনে শামিল হন।     

যবিপ্রবি পরিবার ও শুভানুধ্যায়ীদের পক্ষেমানববন্ধনে লিখিত বক্তব্য দেনবিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ওশিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ। তিনি বলেন, ভুলেভরা, মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে যবিপ্রবিশিক্ষক সমিতির ব্যানারে কতিপয় শিক্ষকসমিতির গঠনতন্ত্র লঙ্ঘণ করে মাননীয়প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে(ইউজিসি) যবিপ্রবির সদ্য বিদায়ী উপাচার্যঅধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে৫৫টির মতো কল্পিত অভিযোগ দেন বলেজানতে পেরেছি। উক্ত প্রতিষ্ঠানসমূহ হতেআশানারূপ সাড়া না পাওয়ায় এ স্বার্থান্বেষীমহল গত ২০ মে ২০২১ খ্রি. তারিখে আয়োজিতসংবাদ সম্মেলনে সেই ৫৫টি কল্পিত অভিযোগতুলে ধরেন। প্রকৃতপক্ষে, যবিপ্রবির সদ্য বিদায়ীউপাচার্যের বিরুদ্ধে আনীত অভিযোগসমূহসম্পূর্ণ মিথ্যা; অনেকগুলো তুচ্ছ ও হাস্যকর।তাদের সংবাদ সম্মেলন, মানববন্ধন ওসামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াটও বানানো তথ্যের উপর ভিত্তি করে যবিপ্রবিরসদ্য সাবেক মাননীয় উপাচার্যকে নিয়ে যেরুচিহীন ভাষা ও অভিযোগ করা হয়েছে, তাপুরো শিক্ষক সমাজের জন্য অপমানজনকবলে আমরা মনে করি। এমনকি, যবিপ্রবিরসদ্য বিদায়ী উপাচার্যের বিদায়ের দিন কতিপয়শিক্ষক অত্যন্ত নোংরা ও রুচিহনি ভাষায় তাঁকেগালিগালাজ করেছেন। তাদের এহেনকর্মকাণ্ডে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার স্তম্ভিত।তিল তিল করে সারা দেশে যবিপ্রবির যে সম্মানঅর্জিত হয়েছিল, তাদের কারণে তা আজভূলুণ্ঠিত। এ জন্য একদিন তাদের যবিপ্রবিরশিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসর্বোপরি মেহনতি জনতার কাঠগড়ায় দাঁড়াতেহবে।  

অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ বলেন, মাত্র ৩৫ একর আয়তনের এ বিশ্ববিদ্যালয়েশিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০৮-০৯ শিক্ষাবর্ষহতে। আয়তনে ছোট আর বয়সে নবীন হলেওবিভিন্ন বাধা-বিঘ্ন অতিক্রম করে সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনকেউৎসাহিতকরণ এবং কোভিড সঙ্কটকালেদেশের  প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবেকরোনা ভাইরাস পরীক্ষায় অগ্রণী ভূমিকাপালন করাসহ শিক্ষা ও গবেষণাক্ষেত্রে বহুবিধঅসাধারণ অর্জনের কারণে যশোর বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এখনবাংলাদেশের এক অনুকরণীয় উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু স্বার্থান্বেষী মহলটির কারণে এভাবমূর্তি আজ ধূলিসাৎ হতে চলেছে। তিনিবলেন, যবিপ্রবিতে প্রায় ২৭২ জন শিক্ষকথাকলেও তাদের মানববন্ধনে তারা সাত/আটজন ব্যতীত কোনো সাধারণ শিক্ষকউপস্থিত থাকেন না। গঠনতন্ত্র অনুযায়ী, শিক্ষক সমিতির সাধারণ সভায় অনুমোদন

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪