1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

স্ব-শরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

  • সময় : সোমবার, ২৪ মে, ২০২১
  • ৫৮২


জবি প্রতিনিধি :

স্ব-শরীরে সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী জুন মাসের শেষের দিকে সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের চলতি দায়িত্বে থাকা উপাচার্য অধ্যাপক কামালউদ্দিন আহমদ। আজ সোমবার ( ২৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনদের সাথে মিটিং শেষে এ তথ্য জানান তিনি।
করোনা বৈশ্বিক মহামারিতে দেশের বিভিন্ন সেক্টর পর্যায়ক্রমে চালু রাখা হলেও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ পুরোপুরি স্থবির অবস্থায় রয়েছে। দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও অনলাইন ভিত্তিক ক্লাস প্রোগ্রাম চালু থাকলেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় দ্রুত সময়ে ক্লাস ও পরীক্ষা শুরু করার জন্য শিক্ষার্থীরা দাবী জানিয়ে আসছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক ক্লাস সমূহ শেষ হয়েছে তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষা সমূহ বন্ধ থাকায় পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করা যাচ্ছে না। ভ্যাকসিন নিশ্চিত করে শিক্ষার্থীদের হলে উঠাবে তারপর বিশ্ববিদ্যালয় খুলবে। সরকারের এমন সিদ্ধান্তের বাস্তবতা জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বেলায় ভিন্ন। এই বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মেসে থাকে, অনেকে বাড়ি থেকে এসে এখনো মেসেই থাকছে। বিশ্ববিদ্যালয় ইচ্ছে করলেই সরকারের সাথে আলোচনা করে বিকল্প সিদ্ধান্ত নিতে পারে।
অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সাথে কথা বলে জানা যায়, তারা দ্রুত সময়ে ক্লাস ও বিশেষ করে পরীক্ষা শুরুর বিষয়ে শিক্ষার্থীদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নুরে আলম আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া এখন সময়ের দাবি। করোনাভাইরাসের এই মহামারিতে সারাবিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও পরিস্থিতি একটু ভালো হলেই খুলে পরীক্ষা, ক্লাস এগুলো নেয়া হচ্ছে। আর আমরা টানা এক বছর দুই মাসের বেশি সময় ধরে বন্ধ রেখেছি। শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ছে। এটা শিক্ষা ব্যবস্থার জন্য অপূরণীয় ক্ষতি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪