মো. নাঈম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্যমন্ত্রণালয়ে আটকে রেখে নির্যাতন, তাকে মিথ্যা মামলায়ে গ্রেফতারের প্রতিবাদে ও তারনিঃশর্ত মুক্তি এবং ন্যাক্কার জনক ঘটনারসাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন করেছে স্থানীয় সংবাদকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানব বন্ধনে উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ারসকল সাংবাদিকগণ অংশ গ্রহন করেন।রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপুসহ সাংবাদিক নেতৃবৃন্দরা। এ মানববন্ধনে রাজাপুর প্রেসক্লাব, রাজাপুর সাংবাদিক ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, স্বপ্নের আলো ফাউন্ডেশন, রক্তের বাঁধনসহ স্থানীয় বিভিন্ন সাংবাদিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন, করোনা কালিন বিভিন্ন সময়ে স্বাস্থ্যদপ্তরের বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করেন,অবিলম্বে রোজিনাকে নিঃশর্ত মুক্তি, তারবিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং রোজিনা ইসলামকে নির্যাতনকারী দুষ্টকর্মকর্তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারিদেন।