1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

ভাষাসৈনিক ইউসুফ হোসেন কালুকে দেখতে চিকিৎসক নিয়ে তার বাড়িতে গেলেন জেলা প্রশাসক

  • সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৫৩৭

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ


ভাষার মাস ফেব্রুয়ারি মহান শহিস দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার নিজ উদ্যোগে গত ২০ ফেব্রুয়ারি ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুকে দেখতে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানান। আজ ৪ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়িতে নগরীর বগুড়া রোড, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন খন্দকার বাড়ির গল্লিতে তার খোঁজ খবর নিতে চিকিৎসক নিয়ে তার বাড়িতে যান জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় তার ছেলে বউকে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালুর স্ত্রী, একমাত্র পুত্র ও তার পরিবারের অন্যান্য সদস্য, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমান, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বরিশাল বলেন আজ আমরা দেশ ও ভাষা পেয়েছি যাদের আত্মত্যাগ ও সংগ্রামের বিনিময়ে, তাদের অবদান আমরা কোন ভাবে অস্বীকার করতে পারিনা। ভবিষ্যত প্রজন্মকে গৌরবের সে সকল ইতিহাস জানাতে হলে এই সকল বীর সৈনিকদের কে মনে রাখতে হবে এবং তাদের পাশে এসে আমাদের দাঁড়াতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪