শোকবার্তা
র্যাব ফোর্সেস সদর দপ্তর, লিগ্যাল এন্ড মিডিয়া উইং এ কর্তব্যরত থাকাকালীন অদ্য ২৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখ ১৬১৫ ঘটিকায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল ওমর ফারুক (২৮), পিতাঃ মোঃ ইসমাইল হোসেন, জেলাঃ পাবনা শাহাদাৎ বরণ করেন (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রক্তনালীতে টিউমার জনিত রোগে ভুগছিলেন।
দীর্ঘ ০৯ বছরের চাকুরী জীবনে উক্ত র্যাব সদস্য দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন। করোনাকালীন সময়েও তিনি নিষ্ঠার সাথে তার উপর অর্পিত দায়িত্ব পালন করেন। র্যাবের বিভিন্ন আভিযানিক কার্যক্রমেও তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
কনস্টেবল ওমর ফারুক এর মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।