ডেস্ক নিউজ:
ঢাকা, শনিবার ২৭ ফেব্রুয়ারি ২০২১:
তথ্য অধিদফতরে কর্মরত বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা আকতার হোসেনের মা ফাতেমা হোসেনের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি স. ম. গোলাম কিবরিয়া এবং মহাসচিব মুন্সী জালাল উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন৷
শোকবার্তায় তারা প্রয়াত ফাতেমা হোসেনের বিদেহী আত্মার শান্তি ও কল্যাণ কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তুপ্ত সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানান৷
উল্লেখ্য, ফাতেমা হোসেন বাগেরহাটের প্রখ্যাত শহিদ মুক্তিযোদ্ধা অধ্যাপক মোয়াজ্জেম হোসেনের সহধর্মিনী৷ তাদের জ্যেষ্ঠ পুত্র প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন৷
মৃত্যুকালে ফাতেমা হোসেন দুই পুত্র ও চার কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন৷ বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় শুক্রবার রাত ১০টার দিকে ফাতেমা হোসেন বাগেরহাট শহরে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর৷