গাজীপুরের কালীগঞ্জে রেড জোন হিসেবেঘোষিত এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য করায়৩য় দিন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮জনকে ৩ হাজার ৯৫০ টাকা অর্থদন্ড করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার রেডজোনের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে এ অর্থদন্ড করেন কালীগঞ্জ উপজেলা সহকারীকমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনাআক্তার এবং জেলা প্রশাসনের উপজেলাসহকারী কমিশনার ও নির্বাহীম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী। ।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার রেড জোন এলাকা হিসেবেকালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ঘোষণা করা হয়। কিন্তু ওই এলাকার বিভিন্নস্থানে সরকারি নির্দেশনা অমান্য করেমাস্ক না পরে বাড়ির বাহিরে অবস্থান করা, দোকান খোলা রেখে লোকসমাগম করা এবংবিনা কারণে বাড়ির বাহিরে ঘুরাফেরা করতে দেখা যায়। বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি অমান্য করারদায়ে ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন, ২০১৮’ অনূ্যায়ী ৮ জনকে ৮টি মামলার মাধ্যমে ৩ হাজার ৯৫০ টাকাঅর্থদন্ড করা হয়। এ ছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে সকলকে ঘরে থাকার পরামর্শদেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারশিবলী সাদিক বলেন, কালীগঞ্জ পৌরসভায়কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তমোতাবেক কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে রেডজোন ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার (১২জুন) রাত ১২টা থেকে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে রেড জোন ঘোষিত এলাকায় স্বাস্থ্যবিধিঅমান্য করার দায়ে ১ম দিনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ জনকে ১২হাজার ৪শ টাকা, ২য় দিনে ৪ জনকে ১৬ হাজার টাকা ও ৩য় দিনে ৮ জনকে ৩ হাজার ৯৫০ টাকা অর্থদন্ড করা হয়েছে। আর এ কাজে সহযোগিতা করেছেন ব্যাটেলিয়নআনসার সদস্যরা।
ইউএনও আরো বলেন, রেড জোন ঘোষিত এলাকায় ওষুধের দোকান ব্যতিত সব ব্যবসাপ্রতিষ্ঠান এবং সকল প্রকার যানবাহনচলাচল বন্ধ রয়েছে। অন্য এলাকার কোনলোক রেড জোন ঘোষিত এলাকায় প্রবেশএবং রেড জোনে থাকা কাউকে বের হতেদেওয়া হচ্ছে না। যারা নির্দেশন অমান্যকরবে তাদের বিরুদ্ধে এভাবেই আইনানুগব্যবস্থা গ্রহন করা হবে।