পাবনা প্রতিনিধি:
পাবনা পৌরসভা নির্বাচনে প্রচারণার শেষ দিনে সন্ধ্যায় শহরে আওয়ামীলীগ মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কয়েকটি নির্বাচনী কার্যালয় ভাংচুর করে নৌকা সমর্থকরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় শহরের স্বাধীনতা চত্বরে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামালের জনসভা শেষে ফেরার পথে শালগাড়ীয়ায় কয়েকটি নির্বাচনী অফিস ভাংচুর করে নৌকা সমর্থিত সাঈদ চেয়ারম্যানের লোকজন। এ সময় স্বতন্ত্র প্রার্থীর লোকজন এতে বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে ছুড়িকাহতসহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়ছে।
এ ঘটনার পরপরই শহরের বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে এবং শহরে উত্তেজনা ছড়িয়ে পরে। স্বতন্ত্র প্রার্থীর শালগাড়িয়া গোডাউন মোড়, হাসপাতাল রোডের, বাইপাস এলাকা ও সরদার পাড়ার নির্বাচনী কার্যঅলয় ভাংচুর করেন।
এ সময় শহরে অতংক ছড়িয়ে পড়লে সব দোকান-পাট মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায়। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা সনি বিশ^াস ও স্বতন্ত্র প্রার্থী সাকে জেলা যুবলীগ সভাপতি শরিফ উদ্দিন প্রধানের লোকজনই শহরের প্রধান সড়ক প্রধান সড়ক আব্দুল হামিদ রোডের দুই দিকে দখলে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে।
এ সংবাদ লেখা পর্যন্ত শহরে চরম উত্তেজনা ও আতংক বিরাজ করছে।