1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

ত্রিশাল পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

  • সময় : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৩৬৫

আনোয়ার সাদত জাহাঙ্গীর:

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় বুধবার ২৭ জানুয়ারি আনন্দমুখর পরিবেশে ত্রিশাল পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের হল রুমে ত্রিশাল পৌরসভার প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ সময় মেয়র প্রার্থী ছাড়াও কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা তাদের সমর্থকদের নিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের পছন্দের প্রতীক পেয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে উপজেলা পরিষদে উপস্থিত হন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়,আগামী ১৪ ফেব্রুয়ারিতে মোট ১৪ কেন্দ্রে অনুষ্ঠিত ত্রিশাল পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চারজন প্রার্থী,কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত ত্রিশাল পৌরসভায় এবার মোট ভোটার সংখ্যা ২৬৮২২ জন। প্রতীক বরাদ্দ পেয়ে নির্বাচনের প্রার্থী ও সমর্থকরা ভোট চেয়ে পৌরসভায় শোডাউন করেন।অধিকাংশ প্রার্থীই গরু জবাই করে বিরানির আয়োজন করেছে।
সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নবী নেওয়াজ সরকার পেয়েছেন নৌকা প্রতীক,দুই বারের নির্বাচিত মেয়র এ বি এম আনিসুজ্জামান আনিস পেয়েছেন পূর্বের প্রতীক জগ,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুবায়েত হোসেন শামীম মন্ডল পেয়েছেন ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ আবুল হাসান পেয়েছেন হাতপাখা প্রতীক। প্রতীক পেয়ে ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেছে মেয়র প্রার্থীরা। এছাড়াও ৯ টি ওয়ার্ডে পুরুষ ও মহিলা কাউন্সিলর পদপ্রার্থীরা তাদের প্রাপ্ত বিভিন্ন প্রতীকে ভোটের প্রচারণা শুরু করেছে।সমগ্র পৌরসভায় উৎসব ও আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪