মোঃ মিজানুর রহমান//পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে প্রচার প্রচারণায় সরগরম পিরোজপুর জেলার একমাত্র নির্বাচনী এলাকা নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর সভার নির্বাচনী মাঠ। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠছে গোটা পৌর এলাকা। সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ, সাজসাজ রব। হাট বাজার, পাড়ায় মহল্লায় সর্বত্রই ঝুলছে প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত পোষ্টার । পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা পৌর শহর। চলছে মাইকিং। নির্বাচনে মেয়র পদে ৬ জন, ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৩৭ জন এবং ৩ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী নির্বাচনী যুদ্ধে নেমেছেন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মো. গোলাম কবির নৌকা, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ ধানের শীষ, বিএনপি,র বিদ্রোহী প্রার্থী বিএনপি নেতা নেতা মো. আবুল কালাম আজাদ নারিকেল গাছ,আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামীলীগ নেতা মো. মাহমুদুর রহমান মোবাইল ফোন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী পৌর যুবলীগ সভাপতি শিশির কর্মকার জগ ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম লাঙ্গল প্রতীক নিয়ে ভোটের লড়াই নেমেছেন। ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম মন্টুর মৃত্যুর কারণে ওই ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত করেছে জেলা নির্বাচন অফিস।
প্রতীক বরাদ্দের পর থেকে মেয়র ,কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা জোরেশোরে নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে । করছেন কুশল বিনিময় কামনা করছেন দোয়া ও সমর্থন । প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রার্থীরা ও তাদের কর্মী সমর্থকরা চালিয়ে যাচ্ছেন গণ সংযোগ,উঠান বৈঠক। প্রার্থনা করছেন কাংখিত ভোট। বিশেষ করে মহিলা ভোটারদের সমর্থনের আশায় বাড়ি বাড়ি যাচ্ছেন একের পর এক প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। চায়ের দোকান ,হোটেল রেষ্টুরেন্ট,অফিস পাড়াসহ সর্বত্র চলছে প্রার্থীদের নিয়ে আলোচনা পর্যালোচনা। প্রার্থীদের নিয়ে ভোটাররা কষছেন ভোটের হিসাব নিকাশ । সাধারণ ভোটাররা মুখ না খুললেও প্রতিদ্বন্ধি প্রার্থীদের নিয়ে করছেন চুলচেরা বিশ্লেষন। মিলাচ্ছেন ভোটের হিসাব নিকাশ। উপজেলার সদর ইউনিয়নের ৬ দশমিক ৫১ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ১৯৯৮ সনে স্বরূপকাঠি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। বিগত ২০০৫ সনে পৌরসভাটি দ্বিতীয় এবং ২০১২ সনে প্রথম শ্রেনিতে উন্নীত হয়।
সহকারি রিটানির্ং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. ইউসুফ হারুন জানান স্বরূপকাঠি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯২১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩২৫ জন এবং মহিলা ভোটার ৭ হাজার ৫৯৬ জন। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
আগামি ৩০ জানুয়ারি পৌরবাসি তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন করবেন তাদের পৌর পিতা।