1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

ডা. মাসা বিআরটিসির পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত

  • সময় : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩৯৪

আনোয়ার সাদত জাহাঙ্গীর:

ময়মনসিংহ: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর ভাতিজি,এফবিসিসিআই এর সাবেক পরিচালক,ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আমিনুল হক শামীমের (সিআইপি) কন্যা ডা. মাহজাবিন হক মাসা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়স্থ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিসির সহকারী সচিব মো. লিয়াকত আলী স্বাক্ষরিত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের করপোরেট পরিচালক হিসেবে ডা. মাহজাবিন হক মাসাকে আগামী তিন বছরের জন্য বিআরটিসি পরিচালনা পরিষদের সদস্য নির্বাচন করা হয়েছে।
বিআরটিসি পরিচালনা পরিষদের নির্বাচিত সদস্য ডা. মাহজাবিন হক মাসাকে অভিনন্দন জানিয়ে বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এহছানে আলী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনির্দেশনায় প্রতিষ্ঠিত সেবামূলক বাণিজ্যিক রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
বিশিষ্ট শিল্পপতি, রাজনীতিবিদ ও সমাজসেবী মো. আমিনুল হক শামীম সিআইপির সুযোগ্য কন্যা ডা. মাহজাবিন হক মাসাকে বিআরটিসির পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত করায় ময়মনসিংহের বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিগণ আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।অভিনন্দন জানিয়েছেন ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, মহাসচিব মাহবুবুর রহমান, সম্পাদক (বাস) শামসুল আলম তালুকদার, সম্পাদক (ট্রাক) রবিউল হোসেন শাহীন, সম্পাদক (কোচ) সামনাথ সাহা, সম্পাদক (মিনিবাস) দুধনাথ প্রসাদ গুপ্ত, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি শংকর সাহা, ময়মনসিংহ মোটর যান কর্মচারী ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পদক সানোয়ার হোসেন চানু।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪