বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
নববধূর উপর অভিমান করে নিজের মাথায় হাতুড়ি আঘাত করে নির্মাণ শ্রমিক নাঈম হোসেন (২১) আত্মহত্যা করেছেন। যশোর সেনানিবাসে বিমান বাহিনীর নির্মাণাধীন ভবনের মধ্যে বৃহস্পতিবার গভীররাতে ঘটনাটি ঘটে। নাঈম হোসেন খুলনার রুপসা থানার জয়পুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। কোতোয়ালি মডেল থানার এস আই সেকেন্দার আবু জাফর জানিয়েছেন, নাঈমের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো খুলনার রুপসা থানার জান্নাতুল ফেরদৌসের। গত ৪ মাস আগে তারা বিয়ে করেন। নাঈমের পরিবার বিয়ে মেনে নিলেও জান্নাতুলের পরিবার মানেনি। যে কারণে জান্নাতুল তার পিতার বাড়িতে থাকে। কিছুদিন আগে রুপসা এলাকার কয়েক শ্রমিকের সাথে নাঈমও বিমান বাহিনীর নির্মানাধীন বিল্ডিংয়ে কাজ করার জন্য আসে। সে থাই গ্লাস ফিটিংয়ের কাজ করতেন। এসআই সেকেন্দার আবু জাফর আরো জানিয়েছেন,বৃহস্পতিবার সন্ধ্যায় নাঈম ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে নববধূর সাথে কথা বলছিলেন। তখন দুই জনের মধ্যে রাগারাগি হয়। এসময় ম্যাসেঞ্জারের কল লাইন কেটে দিয়ে নিজের ঘরে চলে যান। এরপর গভীররাতে হাতুড়ি দিয়ে নিজের মাথায় আঘাত করেন। আরেক শ্রমিক সিরাজুল ইসলাম জানান, তিনি রুমে গিয়ে দেখতে পান নাঈম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে অন্য শ্রমিকদের সহায়তায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিমান বাহিনীর নির্মাণাধীন ভবনে কর্মরত অন্য শ্রমিকদের সাথে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে নাঈম নববধূর ওপর অভিমান করে মাথায় হাতুড়ির আঘাতে আত্মহত্যা করেছে। লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।