আনোয়ার সাদত জাহাঙ্গীরঃ
ময়মনসিংহঃময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নবী নেওয়াজ সরকার মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আওয়ামী লীগের দলীয় নেতা কর্মীদের নিয়ে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়ার কাছে তিনি মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ময়মনসিংহ আইনজীবী সমিতির সাবেক সভাপতি, ত্রিশাল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আকন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, হামিদুর রহমান হামিদ,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,সাবেক মহিলা ভাইস- চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি,ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুর রহমান,মাহবুবুল আলম পারভেজ,ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল,কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিবুল হাসান রনি ও ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ইব্রাহিম খলিল শান্ত,ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির,সাবেক কমিশনার মামুন প্রমূখ।