পাবনা চাটমোহর পৌসভায় আজ ২৮ ডিসেম্বর (সোমবার) মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিল ও সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী চাটমোহর উপজেলা আঃলীগ সভাপতি এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো (নৌকা প্রতীক)নিয়ে ৬৮১২ ভোট পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী প্রফেসর আব্দুল মান্নান (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন ১৬১ ভোট এবং বিএনপি মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আরশেদ পেয়েছেন ৮৫ ভোট। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৯ টি কেন্দ্রে ৪০ টি ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়।
মোট ভোটার সংখ্যা ছিল ১২২৩৮ জন। বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান এবং আঃলীগের বিদ্রোহী প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল ভোট বর্জন করেছেন।
এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো মেয়র নির্বাচিত হওয়ায় পাবনা চাটমোহরের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য মেজর জেনারেল (পি.আর.এল) ড. ফসিউর রহমান, এনডিসি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এছাড়া চাটমোহরের আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা আনন্দিত।