ইতালিতে ফুটবল ফেরার দিনে এসি মিলানের বিপক্ষে ড্র করে কোপা ইতালিয়ার ফাইনালে ওঠে জুভেন্টাস। অপেক্ষা ছিল টুর্নামেন্টের আরেক প্রতিপক্ষের। গতকাল শনিবার আরেক প্রতিপক্ষ পেয়ে গেল কোপা ইতালিয়া।
কাল দ্বিতীয় সেমিফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে ড্র করে ফাইনাল নিশ্চিত করেছে নাপোলি। আগামী ১৭ জুন রোমে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নাপোলির মুখোমুখি হবে ১৯ বারের চ্যাম্পিয়ন রোনালদোর জুভেন্টাস। সান পাওলোয় ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে নাপোলি। তবে প্রথম লেগে ইন্টার মিলানের মাঠ থেকে ১-০ গোলে জিতে এসেছিল দলটি। সেই হিসাবে ২-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠে যায় নাপোলি।
ম্যাচটিতে দ্বিতীয় মিনিটেই ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। কিন্তু এগিয়ে যাওয়ার সুফল শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি দলটি।
৪১ মিনিটে গোল করে সমতায় ফেরে নাপোলি। দলের পক্ষে গোলটি করেন ড্রিস মের্টেন্স। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে বারবার চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নাপোলি-মিলানের। তবে প্রথম লেগে জয়ের সুবাদে ফাইনালের টিকেট পেয়ে যায় নাপোলি।