1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

বোয়ালমারী পৌর নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল প্রক্রিয়া সম্পন্ন

  • সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩২১

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২০ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমা দানের শেষ দিন আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা লিপন ও বিএনপি মনোনীত প্রার্থী আ. শুকুর শেখ নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমানের নিকট মনোনয়ন দাখিল করেন। এ সময় আ’লীগে প্রার্থীর মনোনয়ন পত্র দাখিলের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান খসরু, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আখতার তপন প্রমুখ। বিএনপি প্রার্থী আ. শুকুর শেখ মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম, পৌর সভাপতি শেখ আফসার উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, জেলা যুবদলের সহ সম্পাদক মো. ইমরান হোসাইন প্রমুখ। এছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লিটন মৃধা ও কে এম নূর ইসলাম সিকদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পৌর সভার ৯ টি সাধারণ ওয়ার্ডে ৩৫ টি এবং সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে ১১ টি মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।


নির্বাচন অফিস সূত্র জানায়, মনোনয়ন জমা দানের শেষ দিন রবিবার ২ টা পর্যন্ত পৌর সভার ১ নং ওয়ার্ড থেকে ৬ টি, ২ নং ওয়ার্ড থেকে ৩ টি, ৩ নং ওয়ার্ড থেকে ৩ টি, ৪ নং ওয়ার্ড থেকে ২ টি, ৫ নং ওয়ার্ড থেকে ৩ টি, ৬ নং ওয়ার্ড থেকে ৩ টি, ৭ নং ওয়ার্ড থেকে ৪ টি, ৮ নং ওয়ার্ড থেকে ৪ টি এবং ৯ নং ওয়ার্ড থেকে ৭ টি মনোনয়ন পত্র জমা পড়েছে। এছাড়া সংরক্ষিত ১ নং ওয়ার্ড থেকে ৩ টি, ২ নং ওয়ার্ড থেকে ৫ টি এবং ৩ নং ওয়ার্ড থেকে ৩ টি মনোনয়ন ফরম জমা পড়েছে। নির্বাচনী আচরণ এবং স্বাস্থ্য বিধি মেনে সম্ভাব্য প্রার্থীরা অনাড়ম্বর পরিবেশে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
আগামী ১৬ জানুয়ারী বোয়ালমারী পৌর নির্বাচন। ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ২৭৯ জন। প্রার্থী বাছাইয়ের শেষ দিন ২২ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর।

গত ১০ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত মেয়র পদে ৬ টি, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ টি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ টি মনোনয়ন পত্র বিক্রি হয় এবং মেয়র পদে ৪ টি, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ টি এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১টি মনোনয়ন পত্র জমা পড়ে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪