বিশেষ প্রতিনিধিঃ
রংপুরে তরুন -তরুণীদের আলোচিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ” চলো স্বপ্ন ছুঁই” এর সভাপতির বিরুদ্ধে সংগঠনের নামে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।
২০১৮ সালের ৮ই ডিসেম্বর খুবি শিক্ষার্থী মুহতাসিম আবশাদ জিসান সহ কিছু তরুন-তরুনী চলো স্বপ্ন ছুঁই নামে একটি সেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেন। করোনাকালে তারা মানুষকে বিভিন্নভাবে সাহায্য করে আলোচনায় আসে।কিন্তু সেই সংগঠনের সভাপতির বিরুদ্ধে এবার টাকা আত্মসাৎের অভিযোগ তুলেছে সেই সংগঠনের নেতৃবৃন্দ।
নাম প্রকাশে অইচ্ছুক এক সদস্য প্রতিবেদককে জানায়,সম্প্রতি গত ৭ই ডিসেম্বর তাদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এমতাবস্থায় সংগঠনের সদস্যবৃন্দ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহতাসিম আবশাদ জিসানের কাছে সংগঠনের সকল কার্যক্রমের হিসাব চাইলে তিনি কোনো হিসাব দিতে রাজি হন নি। জোরপূর্বক তার কাছ থেকে হিসাব পাওয়া গেলেও হিসাবে সব গরমিল।
হিসাবের এমন গরমিল দেখে চলো স্বপ্ন ছুঁই এর সকল সদস্য জিসানের উপর ক্ষোভ প্রকাশ করে ও জিসান নিজের মুখে স্বীকার করে যে সে টাকা আত্মসাৎ করেছে এবং তদন্ত কমিটি গঠনের পর জিসানের বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর প্রমাণ মেলে। তাই কেন্দ্রীয় কমিটির সকলের সিদ্ধান্ত অনুযায়ী জিসানকে সংগঠন ১৬/১২/২০ তারিখ হতে ১৬/০৩/২১ তারিখ পর্যন্ত সংগঠন থেকে বহিষ্কার করা হয় এবং ১০ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়। এ জরিমানা প্রদানের জন্য তাকে ৭ দিন সময় দেয়া হয়েছে। তবে বিষয়টি প্রকাশিত হলে সংগঠনের ক্ষতি হবে বলে কিছু সদস্য তা আড়াল করার চেষ্টা করলেও সভাপতি জিসানকে সাময়িক বহিস্কার দেওয়া চলো স্বপ্ন ছুঁই এর অফিস নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এবিষয়ে সংগঠনটির অভিযুক্ত সভাপতি জিসান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি এবং
তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত আইডিটি ডিয়েক্টিভ পাওয়া যায়।
সংগঠনের সভাপতির এরকম কার্যকলাপে সংগঠনের সদস্যবৃন্দ রাগান্বিত।