গ্লোবাল ওয়ান একটি যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক চ্যারিটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়ন মূলক কর্মকান্ড করে আসছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে রংপুর মহানগরীতে আন্তজার্তিক দাতা সংস্থা গ্লোবাল ওয়ান এর অর্থায়নে ও মানবাধিকার সংস্থা হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) এর সহযোগীতায় ২৬ নং ওয়ার্ডে কমিউনিটি ভিত্তিক ওয়াটার স্টেশন স্থাপন এবং দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও উন্নত চুলা বিতরণ অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ভিত্তিক ওয়াটার স্টেশন স্থাপন এবং দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও উন্নত চুলা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও হিডের নির্বাহী পরিচালক হারুন অর রশীদ, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, ২১.২৬.২৭ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলতানা মলি। আন্তজার্তিক দাতা সংস্থা গ্লোবাল ওয়ান এর পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার রায়হান মাহমুদ কাদেরী, লজিস্ট্রিক ম্যানেজার রমজান আলী।
অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি ভিত্তিক ওয়াটার স্টেশন স্থাপন ফিতা কেটে ও দোয়া করে শুভ উদ্বোধন করেন সম্মানিত মেয়রসহ অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা পর ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সূবিধা বঞ্চিত ৮২ টি পরিবারের মাঝে ১টি কম্বল, ২টি প্রাপ্ত বয়স্কদের সোয়েটার, ২টি বাচ্চাদের সোয়েটার, ১টি গরম পানির ব্যাগ, ১টি পেট্রোলিয়াম জেলি ও ১টি উন্নত চুলা বিতরণ করা হয়।