‘‘কমলা রঙে বিশ্বে নারী বাধার পথ দেবেই পাড়ি’’ স্লোগানে ঝালকাঠিতে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানববন্ধন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দিপন।
আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কে উদ্দিপন এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য দেন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুননাহার, পিডিবিএফ এর উপপরিচালক তাছলিমা খানম, উদ্দিপনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল হালিম ও ঝালকাঠি শাখা ব্যবস্থাপক মোস্তাক আহম্মেদ প্রমূখ।
পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায়ে নারী-পুরুষ প্রতিদ্বন্দি নয় বরং উন্নয়নের জন্য দুজনকেই সমান তালে এগিয়ে যেতে হবে বলে সমাবেশে বক্তার উল্লেখ করেন।
মানববন্ধনে নারী নেতৃবৃন্দ, তরুণ ও যুব নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।