1. boyd94289@gmail.com : Ayon Islam : Ayon Islam
  2. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  3. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  4. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
  5. bangladeshbulleting646@gmail.com : Sohel Desk : Sohel Desk
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

রাজধানীতে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

  • সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৩৪৪

ঘরে-বাইরে সব জায়গায় পুরুষরা নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু পুরুষ নির্যাতন দমন আইন না থাকার কারণে পুরুষরা আইনের আশ্রয় নিতে পারছে না। পুরুষ নির্যাতন প্রতিরোধে আয়োজিত এক মানববন্ধন থেকে অবিলম্বে পুরুষ নির্যাতন দমন আইন করার দাবি তোলেন বক্তারা।
শনিবার (৫ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে ‘বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশনে’র উদ্যোগে পুরুষ নির্যাতন প্রতিরোধে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

পুরুষরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে জানিয়ে মেনস রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ খায়রুল আলম বলেন, পুরুষ নির্যাতন দমন আইন না থাকায় পুরুষরা আইনের আশ্রয় নিতে পারছে না। অনেকে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এমনকি কোন পুরুষ নির্যাতিত হলেও তার বিচার পায় না।

একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, একজন ভুক্তভোগী পুরুষ মহিলা কর্তৃক প্রকাশ্য শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতনের প্রতিকার চাইতে ওই ভুক্তভোগী নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় জিডি করার জন্য গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, থানার ডিউটি অফিসার তার জিডি গ্রহণ করেননি। এখানে পুরুষ হওয়ার কারণে তার জিডি গ্রহণ করা হয়নি।

শেখ খায়রুল আলম বলেন, আমাদের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এ অধিকার শুধু কাগজেই সীমাবদ্ধ।

পুরুষ নির্যাতনের শিকার হয়ে বিচার পেয়েছে এমন উদাহরণ খুব কম বলে জানান তিনি। বলেন, এভাবে হাজার হাজার পুরুষ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে বিচার না পেলে তা একসময় বিস্ফোরণ ঘটবে। তাই লিঙ্গ বৈষম্য দূর করে এমনভাবে আইন করতে হবে যাতে, যাতে পুরুষরা অন্যায়ভাবে নির্যাতিত না হয়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪