দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মঙ্গলবাৱ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সভাপতিত্ব ১২তম মাসিক সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্যানেল মেয়র নির্বাচনে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আসিফ হোসেন ডন প্যানেল মেয়র-১, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল প্যানেল মেয়র-২ ও ১৯,২০,২১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শামীমা আক্তার প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছেন।
রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন সিনিয়র সহকারী সচিব রাজীব কুমার সরকার। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু প্যানেল মেয়রদেরকে অভিনন্দন জানান।
এখানে উল্লেখ্য যে ২০১৯ সালের ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১১জন মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।