গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর সোনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব সমাজকে চাকরি নয় উদ্দোক্তা হওয়ায় উৎসাহীত করছে অনলাইন বাজার” ড্রিম আপ”।যারা অনলাইন ই কমার্স বিজনেস করতে চান তাদের প্রশিক্ষণ ও পোডাক্ট সহযোগীতা দিচ্ছে “ড্রিম আপ’। ড্রিম আপ এর উদ্দোক্তা পরিচালক মোঃ ইসতিয়াক আহম্মেদ আপন জানায়” আমি ছোট বেলা থেকেই বিভিন্ন ফ্রিল্যান্সিয়াল কাজের সাথে যুক্ত থাকতে পছন্দ করতাম, চাকরি না পাওয়ার হতাশা আমাকে ভাবাতে থাকে একসময় আমি চিন্তা করি উদ্দোক্তা হবো এবং ইকমার্স বিজনেস শুরু করবো।
এক পর্যায়ে আমি একটি ফেসবুক পেইজ খুলে পোডাক্ট বিক্রি শুরু করি।এক সময় আমার দেখে অনেকেই আগ্রহ প্রকাশ করে। ফলে আমি তাদের নিয়ে কাজ শুরু করি।বর্তমানে আমার টিমে ১০ জন উদ্দোক্তা দেশের বিভিন্ন জায়গা থেকে কাজ করছে। “। তরুন উদ্দোক্তা গড়ার এমন উদ্দোগ্যে সন্তুষ্ঠ বিভিন্ন গুনীজনরা। এছাড়া করোনা পরিস্থিতিতে জনগন সামাজিক দুরত্ব বজায় রেখে ঘরে বসে ফেসবুক পেইজ লিংক- facebook.com/DreamUpOnline এর মাধ্যমে সহজেই পছন্দের পন্য ক্রয় করতে পারছেন।
গ্রাহকের পন্য হোম ডেলিভারি দিয়ে থাকে Dream Up এর উদ্দোক্তা গন। সারাদেশে ড্রিম আপ এর এজেন্ট পয়েন্ট বিস্তার করবে এমন স্বপ্ন পরিচালক ইসতিয়াক আপন এর।