1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

ধর্মীয় উস্কানী ও নারী জাতী‌কে অবমাননা করার প্রতিবা‌দে ববি শিক্ষার্থী‌দের মানববন্ধ

  • সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২২৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানী এবং নারী জাতীকে অবমননা করে মন্তব্য করার সংবাদ পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানায়, গত ১৬ ( নভেম্বর) বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তাওহীদ ফেরদৌস শাওন তার ব্যক্তিগত ব্যবহৃত আইডিতে ধর্মীয় উস্কানী এবং নারী জাতীকে অবমাননা করে অত্যান্ত খারাপ ভাষায় স্ট্রাটাস দিয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং সামগ্রিক মুসলিম নারী জাতীকে হেয় প্রতিপন্ন করেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগও করেছে। এ ছারাও প্রক্টর বরাবর অভিযোগ করেছেন ইসলামী শাষনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আনোয়ার হোসেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মানববন্ধনও হয়েছে। শিক্ষার্থীদের দাবী এ ধরনের আচারনে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীকে ক্ষুব্ধ করে তুলেছে, এবং বিশ্ববিদ্যালয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এখনই তার প্রতি ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সে ধর্মীয় ও নারী জাতীর বিষয়ে আরো উগ্র ও বিদ্বেষ মূলক আচারণ করবে। সাধারণ শিক্ষার্থীরা মনে করে সে নিজের এবং বিশ্ববিদ্যালয়ের জন্য হুমকি স্বরুপ।

তার এই আচারণের কারনে তাকে বহিস্কার ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানান, সাধারণ শিক্ষার্থীরা।

এদিকে তার এই বিকৃত মনোভাবের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ে ইসলামী শাষনতন্ত্র ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, দ্রুত আমরা এই কুলাঙ্গার তাওহীদ ফেরদৌসের বিচার চাই। এছারাও মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪