ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার উদিসা-লক্ষ্মীপুর গ্রামে ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে
নামী রানী রায়( ২০) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত নামী রানী ঐ গ্রামের ধীরেন চন্দ্র রায়ের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল
১১টার দিকে নামী রানী তার শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে একটি শরে ঝুলে ফাঁস লাগায়। তার বড় ভাই নন্দ রাম এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে গিয়ে নামী রানীর মৃতদেহ উদ্ধার করে।
মেম্বার ও এলাকাবাসী খবর দেয় থানা পুলিশকে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাণীশংকৈল থানার ওসি( তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো রকম অভিযোগ না থাকায় এডিএম মহোদয়ের অনুমতি সাপেক্ষে মরদেহ দাহ করা হবে।