১৬ নভেম্বর ২০২০ খ্রিঃ
শোক বার্তা
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬ নম্বর অভিযুক্ত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের চেয়ারম্যান,বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অবঃ) শওকত আলী আজ ১৬ নভেম্বর সকাল সাড়ে ০৯ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
কর্নেল শওকত আলীর মৃত্যুতে জাতি বঙ্গবন্ধু’র আদর্শের একজন নিবেদিত সৈনিক কে হারালো।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু
আজ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।