বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুল করিম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দুপুরে রাজধানী ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খানসহ পুলিশ পরিবারের সকল সদস্য শোক প্রকাশের পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। সূত্রে জানা গেছে, আনিসুল করিম বিগত কয়েকদিন যাবৎ শারীরিক ও মানসিকভাবে অসুস্থতা বোধ করছিলেন।
গত রোববার তিনি ১০ দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে তাঁর পিতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। সোমবার তিনি প্রথমে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং পরবর্তীতে রাজধানী ঢাকার আদাবর এলাকার মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে দুপুরের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আনিসুল করিম গাজীপুর সদর থানাধীন বরুদা মুসলিমাবাদ রোড এলাকার বাসিন্দা মো. ফাইজউদ্দিন আহমেদের পুত্র।