1. tanvirinternational2727@gmail.com : NewsDesk :
  2. hrbangladeshbulletin@gmail.com : News Room : News Room
  3. 25.sanowar@gmail.com : Sanowar Hossain : Sanowar Hossain
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

শহীদ মিনারের সামনে মদপানের ঘটনায় আটক ৩

  • সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২০৫

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রকাশ্যে মদপানরত অবস্থায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে। ঢাবি প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, রাতে শহীদ মিনারের বাউন্ডারির দেয়ালে বসে মদ খাচ্ছিলেন এই তিনজন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর নজরে এলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে অবহিত করেন এবং থানায় খবর দেয়া হয়। পরে শাহবাগ থানা পুলিশ এসে বিশ্ববিদ্যালয়ের অনুমতিতে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন- মোহাম্মদ রনি, নাসির উদ্দিন এবং মামুন। এদের মধ্যে রনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, নাসির বিশ্ববিদ্যালয়ের কর্মচারির ছেলে এবং মামুন শহীদ মিনার এলাকায় নৈশপ্রহরীর দায়িত্বে নিয়োজিত ছিলেন।

প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রাব্বানী বলেন, শহীদ মিনার এলাকায় মাদক গ্রহণ ও বহনের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আমরা তিনজনকে আটক করে প্রশাসনের হাতে হস্তান্তর করেছি। এরমধ্যে একজন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শহীদ মিনার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মী। বাকি দুইজন বহিরাগত।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের অন্যান্য খবর
©বাংলাদেশবুলেটিন২৪