বরিশাল মহানগর অটোরিক্সা ইজিবাইক (হলুদ) মালিক সমিতি ৭ দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালিক সমিতির সভাপতি নিজামুল হক নিজাম।
লিখিত বক্তব্যে নিজামুল হক নিজাম বলেন, বহু বেকার যুবক ধার-কর্জ করে অটোরিক্সায় বিনিয়োগ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে।
এখন তাদের পরিবারের জীবন জীবিকার মাধ্যম হয়ে দাড়িয়েছে এটি। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি একটি অশুভ ও স্বার্থন্বেষী মহল ব্যাটারী চালিত ইজিবাইক বিভিন্ন ভিতিহীন ও যুক্তহীন অজুহাত দেখিয়ে বন্ধ করার পায়তারা করছে। যা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত বলেন নিজাম। এসময় তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের হস্তক্ষেপ কামনা করেন এবং ব্যাটারী চালিত ইজিবাইক নির্বিঘেœ ও বিনা বিপত্তিতে চলাচলের ব্যবস্থা দানের দাবী জানায়। পরে ৭ দফা দাবীযুক্ত লিফলেট পাঠ করেন নিজামুল হক নিজাম। এতে তিনি বলেন লাইসেন্স ছাড়া গাড়ীর টোকেন ব্যবস্থা করে মালিক সমিতির মাধ্যমে ২ হাজার নতুন লাইসেন্স দেয়া। বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় অটোরিক্সার জন্য ১০ টি স্ট্যান্ড করা।
সির্টি কর্পোরেশনের ৩০ টি ওয়ার্ডে নিবিঘেœ চলাচলেন অনুমতি প্রদানসহ ৭ টি দাবী তুলে ধরেন নিজামুল হক নিজাম।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর অটোরিক্সা ইজিবাইক (হলুদ) মালিক সমিতি’র সহ-সভাপতি দেলোয়ার চৌধুরী, মোজাম্মেল হোসেন, দপ্তর সম্পাদক আলী আজগরসহ সমিতির সদস্যরা।