ময়মনসিংহে বিজয়া দশমী ও বিসর্জনে কঠোর নিরাপত্তা প্রদান করেছে ময়মনসিংহ পুলিশ। নিরাপত্তা প্রদানে বিসর্জন ঘাটে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা)।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়া (প্রশাসন),
জেলা গোয়েন্দা শাখা ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার)। স্থানীয় সূত্র জানায়, ময়মনসিংহের প্রতিমা বিসর্জন স্থল ব্রহ্মপুত্র নদের কাচারী ঘাট এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তা প্রদান করা হয়েছে। ব্রহ্মপুত্র নদে নৌকা দিয়ে ও পুলিশ টহল দিয়েছেন।