গতকাল বলতে গেলে রাজাপুরে অঝেরধারায় বৃস্টি হয়েছে।বৃস্টি টিপটিপ চলছে।এরই মধ্যে রাজাপুরে সকল দূর্গা-মন্দিরে সুস্ঠুশান্তি পূর্নভাবে মহাসপ্তমী পূজা গতকাল শুক্রবার সকাল ৯টা ৫৭ মিনিটে অনুষ্ঠিত হয়েছে। আজকাল শনিবার মহা অস্টামি।কিন্তু কুমারী পুজা হবে না করোনার প্রভাবে কারনে।তবে আজ শনিবার দুপুরে দেশব্যাপী মন্দিরে করোনা মহামারি থেকে মুক্তি এবং সবার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
জাতীয় মন্দিরের সঙ্গে একই সময় এই প্রার্থনা দেশের সব কটি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে। এবার পূজার পরিবেশ যেমন নিরানন্দ, তেমনি প্রতিমাশিল্পীরাও পড়েছেন অর্থকষ্টে। এ বছর রাজাপুরে বরাবরের মত ২০ টি মন্দিরে দূর্গাপূজা চলছে।পুলিশ,আনসার, গোয়েন্দা বিভাগ সহ স্হানীয় প্রশাসন কঠোর নজরদারি রয়েছে।ফলে মহাসপ্তমী সুস্ঠু শান্তিপূর্ন ভাবে অতিবাহিত হলো।
রাজাপুর থানার ওসি, ওসি তদন্ত, বিভিন্ন মন্দির পরিদর্শন করেন ও ফোর্স ও পুজা কমিটির নেতৃবৃন্দের সাথে।ইনসেটে রাজাপুর থানার ওসি, ওসি তদন্ত সহ মন্দির কমিটির দায়িত্বশীল।