ময়মনসিংহের ভালুকায় কোটি টাকা মুল্যের বনভুমি জবর দখল করে বহুতল ভবন নিমার্নের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হবিরবাড়ি মৌজার ১৮৫নং দাগে মাহাবুব আলম নামের এক ব্যক্তি ১০ শতক ভুমি দখল করে ৫তলা ভবন নির্মান করছে। এবং জামিরদিয়া মৌজার ৪০৪নং দাগে বেশ কয়েকটি বহুতল ভবন নির্মান করতে দেখা গেছে।
বনের জমিতে কিভাবে বহুতল ভবন নির্মান করছেন বাড়ির মালিকদের এমন প্রশ্ন করা হলে তারা বলেন স্থানীয় বন বিভাগকে ম্যানেজ করেই বাড়ি করছি।
এ ব্যাপারে ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন এক বছর আগে ঘর নির্মান করে ছিল আমরা তার বিরুদ্ধে মামলা করেছি এখন ঘর করছে কিনা জানা নেই তবে খোঁজ নিচ্ছি যদি ঘর করে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব।
স্থানীয় সচেতন মহলের দাবি রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হোসেন এই রেঞ্জে আসার পর থেকে হবিরবাড়িতে বনভুমি দখলের মহোউৎসব চলছে।
তাই প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।