২১ অক্টোবর ২০২০ খ্রিঃ
বিকাল ০৫ঃ০০ টা
কৃষিবিদ ইনস্টিটিউশন, ঢাকা।
আজ ২১ অক্টোবর বুধবার বিকাল ০৫ঃ০০ টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দূর্গা পূজা’র শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব মানচিত্রে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত। জননেত্রী শেখ হাসিনার জন্য, বাংলাদেশ ধন্য।
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগের পথচলা। তাঁর যেকোন নির্দেশ পালন করতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা বদ্ধপরিকর! দেশব্যাপী শারদীয় দূর্গোৎসবে শান্তি শৃঙ্খলা ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনসচেতনতা সৃষ্টির আহবান জানান নেতাকর্মীদের! সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন ধর্ম যার যার, উৎসব সবার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সকল ধর্মের মানুষ নির্বিগ্নে নির্ভয়ে উৎসব পালন করছে। দূর্গা পূজা এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্ব রাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ কৃষক লীগ ও সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি সমীর চন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।