দোয়া ও মোনাজাতের মাধ্যমে কেক কেটে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকলীগ।রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নাসিক ৩নং ওয়ার্ডস্থ সানারপাড় এলাকায় শ্রমিকলীগের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপির সুস্থ্যতা কামনা করা হয়।
শ্রমিকলীগ নেতা আলহাজ্ব মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকলীগের সভাপতি আলমগীর কবির বকুল, সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না এবং স্থানীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।