ভিসা জালিয়াতির মাধ্যমে কানাডা ও জাপানে পাঠানোর নামে প্রতারণা করে আসছিলো একটি চক্র। রাজধানীর মিরপুর-১০ গোল চত্বরের কাছে শাহআলী প্লাজায় ‘ভিসা গাইড সেন্টার’ নামের প্রতিষ্ঠানটি কানাডা ও জাপানে নেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছিলো ও প্রতারকের দল।
প্রতিষ্ঠানটি পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, নোটারি পাবলিক সহ বিভিন্ন সিল ও স্বাক্ষর জালিয়াতি করে সাধারন জনগনের নিকট থেকে তাদের কাগজপত্র সত্যায়িত করে টাকা হাতিয়ে আসছে বলেও অভিযোগ পায় গোয়েন্দা সংস্থা।
এসব তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের নগর অভ্যন্তরীণ অপারেশন উইং হতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে নজরদারি করে আসছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার এনএসআইয়ের নগর অভ্যন্তরীণ অপারেশন উইং ও র্যা ব-৩ এর একটি যৌথ টিম অভিযান চালায়।
অভিযানে জাল-জালিয়াতির বিভিন্ন কাগজপত্র সহ চেয়ারম্যান,এমডিসহ ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।