ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল ধর্মগড় ইউনিয়নের চেংমারী (ভাউলবস্তি) গ্রামের পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তার ছোট ব্রিজের উপর হতে একটি চটের বস্তার ভেতর থেকে ৩ _টা ৪৫ মিনিটে ১৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রাণীশংকৈল থানা পুলিশ ।
১২ অক্টোবর সোমবার থানা সুত্রে মতে জানা গেছে এস আই খাজিম উদ্দিন সহ তার সহকর্মী এক মামলা তদন্তের জন্য ধর্মগড় ইউনিয়নে গিয়েছিল এমন অবস্থায় চেংমারী ভাউলবস্তি গ্রামের পূর্বপাশে কাঁচা রাস্তা হতে ছোট্ট ব্রিজের উপর পরিত্যক্ত অবস্থায় একটি চটের বস্তা সহ থানায় নিয়ে আসা হয় ।
ধারণা করা হয়েছে মাদককারি পুলিশ দেখে পালিয়ে যায় । কিন্তু মাদক গুলো নিয়ে পালাতে পারেনি , এমন অবস্থায় পুলিশ কর্মকর্তারা চটের বস্তা সহ উদ্ধার করে থানায় নিয়ে আসা । জিডিমূলে উদ্ধারকৃত ফেন্সিডিল জেলা কোর্টে প্রেরণ করা হবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা এস আই খাজিমউদ্দিন।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল।