মাত্র এক মিনিটের ব্যবধানে কেঁপে উঠলো দেশের বড় তিন শহর। শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৮ মিনিট থেকে ১১.৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৪। ঢাকা ও চট্টগ্রামে ১১.৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী গণমাধ্যমকে জানান,
দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে শনিবার রাত ১১ টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। কম্পনের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যে।
এদিকে ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকে ছুটোছুটি করলেও অনেকে ঘুমিয়ে থাকায় টের পাননি। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।